৫ মার্চ, বেলা দেড়টা। খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রের পাশে অফিস সহকারীদের কক্ষে এক নবজাতক নিয়ে বসে আছেন এক নারী। এখানে নবজাতক কেন—জানতে চাইলে এক অফিস সহকারী বললেন, ওর মা পরীক্ষা দিচ্ছে। আর উনি (ওই নারী) নবজাতকের আত্মীয়। শিশুটির বয়স এক দিন। উৎসুক মনে পরীক্ষা কেন্দ্রে ঢুকে দায়িত্বরত শিক্ষককে জিজ্ঞেস করতেই সেই মায়ের খোঁজ মিলল। নাম তাঁর ফাতেমা আক্তার। একমনে লিখে চলেছেন। জানা গেল, ৪ মার্চ দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফাতেমার কোলজুড়ে আসে ফুটফুটে এক ছেলে। একদিকে প্রথম সন্তান,...

